Logo

টেকেরহাট পপুলার হাইস্কুল
এন্ড কলেজ
(Takerhat popular high school
and college)

EIIN: 110821


টেকেরহাট পপুলার হাইস্কুল এন্ড কলেজ এ

আপনাকে স্বাগতম

টেকেরহাট পপুলার হাইস্কুল এন্ড কলেজ (Takerhat popular high school and college) টেকেরহাট, রাজৈর, মাদারীপুর এ অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। এর ইনস্টিটিউট কোড (EIIN) হল ১১০৮২১। এটি ১ জানুয়ারী, ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর সহ-শিক্ষার ধরনটি সম্মিলিত। এই স্কুলে ৩ টি শাখা রয়েছে: বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা। এর এমপিও কোডঃ স্কুল- ৩৫০৩০৯১৩০১, কলেজ- ৩৫০৩০৬৩১০১।
image

অধ্যক্ষের বাণী

image

অধ্যক্ষ জনাবা খাওলা খানম


শিক্ষাই জাতির মেরুদন্ড। কাজেই সবার জন্য শিক্ষা অর্জন করা মানুষের মৌলিক অধিকার। এ অধিকারকে যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে বিশ্বের অনেক দেশ আজ উন্নত দেশ হিসেবে উন্নতির চরম শিখরে আরোহণ করেছে। এ ক্ষেত্রে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুগের সাথে সংগতিপূর্ণ বিকাশের জন্য আমরা প্রত্যেকেই ভাবি নিজ নিজ সন্তানদের নিয়ে। প্রকৃতির সন্তান মানব শিশুকে পরিশুদ্ধ হতে হয়, পরিপুর্ণ হতে হয় স্বীয় সাধনায়। এ ক্ষেত্রে শিক্ষায় হলো আমাদের মূলমন্ত্র। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষার মৌলিক উদ্দেশ্য হলো আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন। আর এ লক্ষ্যে তাদেরকে সৃজনশীল, স্বাধীন, সক্রিয় এবং দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলা। এ জন্য প্রয়োজন যোগ্য শিক্ষকমন্ডলী এবং উপযুক্ত শিক্ষাদান পদ্ধতির সমন্বয়ে একটি শিক্ষাবান্ধব পরিবেশ। আমি বিনয়ের সাথে দাবী করি, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে এসব কিছুর সমন্বয় ঘটানো সম্ভব হয়েছে। শিক্ষার্থীদের মজ্জাগত প্রতিভা সহজে বিকাশের জন্য প্রতিষ্ঠানটিতে রয়েছে সাধারণ শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষা, সাংস্কৃতিক, আনুষ্ঠানিক, খেলাধুলাসহ নানাবিধ শিক্ষা।

আমাদের অর্জন

2025-2026 শিক্ষাবর্ষ

30

মোট শিক্ষক



শিক্ষার্থীর সংখ্যা

ষষ্ঠ শ্রেণী

1 1

সপ্তম শ্রেণী

0

অষ্টম শ্রেণী

0

2

মোট শিক্ষার্থী